শিক্ষা

ঘূর্ণিঝড় মোখায় স্থগিত বিএড পরীক্ষা ১৩ জুন

ঢাকা, ১৭ মে – ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া গত সোমবারের (১৫ মে) বিএড প্রথম সেমিস্টারের শিখন ও শিখনযাচাই বিষয়ের পরীক্ষা আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ মে) স্থগিত হওয়া ওই পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত নতুন সূচিতে জানানো হয়, ১৩ জুন (মঙ্গলবার) বিএড প্রথম সেমিস্টারের শিখন ও শিখনযাচাই (বিষয় কোড-৮১২২০৫) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ মে ২০২৩

Back to top button