এক সপ্তাহ পিছিয়ে মুক্তি পাচ্ছে পরীমনির ‘মা’
ঢাকা, ১৭ মে – পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘মা’। কিন্তু শেষ সময়ে এসে পেছানো হলো মুক্তির তারিখ। এক সপ্তাহ পিছিয়ে আগামী ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা অরণ্য আনোয়ার।
বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে ‘মা’সিনেমার। প্রিমিয়ার উপলক্ষে বর্তমানে কান শহরে অবস্থান করছেন অরণ্য আনোয়ার। সেখান থেকে ফিরে ‘মা’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন।
ফেসবুকে অরণ্য আনোয়ার লিখেছেন, ‘১৯ মে নয়, কান থেকে ফেরার পর ২৬ মে মুক্তি পাবে ‘মা’। ২০ মে মার্সে দো ফিল্ম – এ ‘মা’-এর স্ক্রিনিং। ২২ মে ঢাকা ফিরব। তারপর ২৬ মে মুক্তি।’
মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য দুঃখপ্রকাশ করে আনোয়ার লিখেন, ‘মা’ মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করব, এক সপ্তাহ রিলিজ ডেট পিছিয়ে যাওয়ায় আমাদের প্রচার প্রচারনা এবং দর্শক আগ্রহ আরও বৃদ্ধি পাবে। সবার সার্বিক সহায়তা কামনা করছি।’
এদিকে, ছবিটিকে ঘিরে চলছে নানা প্রচারণা। মুক্তি পেয়েছে ছবির পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি। ছবির গল্প মূলত মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সি সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প এটি। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার।
‘মা’-এর প্রধান চরিত্রে রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন চরিত্রে আরও থাকছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবন্য ও শাহাদাত হোসেন প্রমুখ।
আইএ/ ১৭ মে ২০২৩