উদ্বোধনের আগেই ভেঙে পড়লো কেন্দ্রীয় বাস টার্মিনালের নান্দনিক গ্লাস
সিলেট, ১৭ মে – আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে দেশের সর্বাধুনিক ও দৃষ্টিনন্দন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের একটি বড় গ্লাস।
মঙ্গলবার (১৬ মে) বিকেল পৌনে ৫টার দিকে টার্মিনাল ভবনের ভেতর এ দুর্ঘটনা ঘটে। আধুনিক এ বাসস্ট্যান্ডটি বর্তমানে পরীক্ষামূলক চালু আছে।
এরআগে পরীক্ষামূলক উদ্বোধনের কিছুদিনের মধ্যেই ধরা পড়ে বাস টার্মিনালটির ছাদে ফাটল। এ বিষয়ে গঠন করা হয় তদন্ত কমিটি। আর এ কমিটি নির্মাণ নকশা এবং কাজেও খুঁজে পেয়েছে ত্রুটি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধারার বিষয়ে জানানো হয়েছে।
এ ফাটল নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়লো বাস টার্মিনাল ভবনে লাগানো একটি বড় থাই গ্লাস। এ সময় টার্মিনালে আসা যাত্রীসহ অবস্থানরত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভেঙে পড়া থাই গ্লাসের স্থানে তিনজন লোক বসা ছিলেন। অল্পের জন্য তারা রক্ষা পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সিলেটে ঝড়-বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে শুরু হয় দমকা হাওয়া। ঝড়ের ধাক্কায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের নবনির্মিত ভবনের যাত্রীদের বসার স্থানের কক্ষের একটি দেওয়ালে লাগানো থাই গ্লাস ভেঙে পড়ে। এ সময় বিষয়টি দেখে এর নিচে থাকা তিনজন দৌড়ে প্রাণে রক্ষা পান। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টার্মিনালে থাকা পরিবহন শ্রমিকরা জানান, প্রথম থেকেই বাতাস শুরু হলে টার্মিনাল ভবনে লাগানো সব থাই গ্লাস কাঁপতে থাকে। যেন মনে হয় সব গ্লাসই একসঙ্গে ভেঙে পড়বে।
এ বিষয়ে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হক বলেন, বিষয়টি এখন জানলাম। বিষয়টি সত্যিই এমন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৭ মে ২০২৩