জাতীয়

পাঁচ সিটির নির্বাচন নিয়ে বৈঠকে বসছে ইসি

ঢাকা, ১৭ মে – আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৭ মে ২০২৩

Back to top button