জাতীয়

২৭ দেশের কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ১৭ মে – আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থীতার পক্ষে নিয়মিত নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনারসহ ২৭টি দেশের জ্যেষ্ঠ কূটনীতিককে ব্রিফ করবে সরকার।

আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম। বিফ্রিংয়ের পাশাপাশি কূটনীতিকদের মধ্যান্থভোজে আপ্যায়িত করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আররকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া রাশিয়া, কানাডা, ব্রাজিল, অষ্ট্রেলিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইনের রাষ্ট্রদূত প্রমুখ আমন্ত্রণপ্রাপ্তদের তালিকায় রয়েছে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে চীন ও তুরস্ককে কৌশলগতভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে সূত্রটি নিশ্চিত করেছে।

 

সূত্রটি একে রুটিন ব্রিফিং এবং পূর্বনির্ধারিত বললেও পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এমন এক সময় ব্রিফিংটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে সরকারের সিদ্ধান্ত নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রটি জানিয়েছে, ব্রিফিংয়ে নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তের ব্যাপারে কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের সম্মূখীন হতে হবে ধরে নিয়েই প্রস্তুতি নেয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের ব্যাকগ্রাউন্ড ব্যাখা করা হবে এবং মিশনগুলো চাইলে নির্দিষ্ট অর্থের বিনিময়ে যে নিরাপত্তা পেতে পারেন সেই ব্যবস্থা করা হবে বলেও জানানো হবে। এছাড়া ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রদূতদের নিরাপত্তার ব্যাপারে কোন আপোষ করা হবে না সেটিও আশ্বস্ত করা হবে।

এদিকে গতকাল পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, ছয় বিদেশি রাষ্ট্রদূতের চলাচলের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা গত সোমবার থেকেই প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, ‘অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার প্রটোকলের ব্যাপার। কোনো দেশের সঙ্গে সম্পর্কের ওপর এটি প্রভাব ফেলবে না। ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনীতিকদের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। এ বিষয়ে সরকার কোনা ছাড় প্রদান করবে না।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ মে ২০২৩

Back to top button