নাটোরে জেলা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
নাটোর, ১৬ মে – নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নান্নু শেখকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৬ মে) বিকেলে শহরের ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে নান্নু শেখ শহরের ভবানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনের একটি তরমুজের দোকানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে তার ওপর চড়াও হয়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন উদ্ধার করে নান্নু শেখকে নাটোর সদর হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, অভিযুক্তদের চিহ্নিত করে আটকের চেষ্টা চালানো হচ্ছে। বর্তমানে এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ মে ২০২৩