জাতীয়

কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৬ মে – কাতার ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার জন্য দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ থেকে ২৫ মে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

মঙ্গলবার (১৬ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার  বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতারের আমিরের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওই সফরে যাচ্ছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে।

এবারের সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এর আগে গত মার্চে এলডিসি ৫ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৬ মে ২০২৩

Back to top button