সাতক্ষীরা
সাতক্ষীরায় পিকআপ উল্টে দুই ধানকাটা শ্রমিক নিহত
সাতক্ষীরা, ১৬ মে – সাতক্ষীরার কুমিরা নামক স্থানে পিকআপ উল্টে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন ৩৫ ও জয়নগর গ্রামের মৃত মের আলির ছেলে আবুল হোসেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মাহমুদ জানান, শরীয়তপুর থেকে ধান কেটে বাড়ি ফিরছিলেন তারা। কুমিরা নামক স্থানে তাদের বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিসাধীন অবস্থায় সদর হাসপাতালে দু’জন মারা যান।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৬ মে ২০২৩