ইউরোপ

রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মী আটক

মস্কো, ১৬ মে – রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাবেক একজন কর্মচারীকে আটক করা হয়েছে। ‘ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে আটক করা হয় এবং পরে তাকে মস্কোর একটি ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তাসংস্থা তাস’র বরাত দিয়ে মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাবেক একজন কর্মচারীকে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে মস্কোতে আটক করা হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস। আটককৃত ওই ব্যক্তির নাম রবার্ট শোনভ।

সোমবার আউটলেটটি জানিয়েছে, রবার্ট শোনভকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস গ্রেপ্তার করেছে এবং ‘প্রতিরোধমূলক হেফাজতে রিমান্ডে নিয়েছে’। এতে বলা হয়েছে, তাকে আট বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

বিবিসি অবশ্য এ বিষয়ে জানতে রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাথে যোগাযোগ করেছে। দূতাবাস রয়টার্সকে বলেছে, তারা তাদের সাবেক কর্মীর গ্রেপ্তারের খবর সম্পর্কে অবগত, তবে এখন ‘এই বিষয়ে জানানোর মতো কিছু নেই’।

তাস’র রিপোর্ট অনুসারে, রবার্ট শোনভকে বন্দরনগরী ভালদিভোস্তক থেকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পরে, তার বিরুদ্ধে ‘গোপনে একটি বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক বা বিদেশি সংস্থাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে’।

কর্মকর্তারা শোনভকে তিন মাসের জন্য আটকে রাখতে বলেছেন। তবে এ বিষয়ে শুনানির জন্য আদালতে কোনও তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

বিবিসি বলছে, আটকের পর রাবার্ট শোনভকে মস্কোর লেফোরতোভো কারাগারে বন্দি রাখা হয়েছে। এটি রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কারাগার।

ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় কাজ করার সময় গত মার্চ মাসে আটক হওয়া আমেরিকান সাংবাদিক ইভান গারশকোভিচও গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তাকেও লেফোরতোভোতে বন্দি রাখা হয়েছে।

সাবেক মার্কিন মেরিন সেনা পল হুইলানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাকে ২০১৮ সালে মস্কোতে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারের পর ২০২০ সালে ১৬ বছরের জেল দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র উভয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৬ মে ২০২৩

Back to top button