জাতীয়

বাল্যবন্ধুর দোকানে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি

পাবনা, ১৫ মে – বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। তিনি এখন বাংলাদেশের রাষ্ট্রপতি। শৈশব কেটেছে পাবনা শহরের অলিগলিতে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। কখনো বা স্কুল ফাঁকি দিয়েও। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে অনেক সময় পার করেছেন তিনি। এগুলো বহু বছরের পুরনো স্মৃতি।

তিনি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবেই সোমবার পাবনায় এসেছেন তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। কিন্তু ভুলে যাননি বাল্যবন্ধুদের। তাই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাই তো ময়রার দোকানে এসেছেন মিষ্টি খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। মালিকের নাম লাবু। শহরের ভেতরেই ব্যস্ততম দোকান। আব্দুল হামিদ রোডে।

দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। রাষ্ট্রপতি মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভোলে না।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৫ মে ২০২৩

Back to top button