ঢালিউড

নায়ক ফারুকের মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

ঢাকা, ১৫ মে – না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হয়েছে। বরেণ্য এই অভিনেতার প্রয়াণে শোক জানাচ্ছেন অনেকে।

চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের কিংবদন্তী অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক) – এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৬ সালে তিনি আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন! এ দেশের চলচ্চিত্র শিল্পে তিনি ছিলেন এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র।’

আইএ/ ১৫ মে ২০২৩

Back to top button