ইউরোপ

যুক্তরাজ্যে আকস্মিক সফরে জেলেনস্কি

লন্ডন, ১৫ মে – প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (১৫ মে) এক টুইট বার্তায় জেলেনস্কি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

টুইটারে জেলেনস্কি জানিয়েছেন, ‘মূল আলোচনা’র জন্য তার ‘বন্ধু’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে তিনি দেখা করবেন।

এর আগে, গত বৃহস্পতিবার যুক্তরাজ্য নিশ্চিত করেছিল যে, তারা রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের পক্ষে সমর্থন জোরদারে পশ্চিমা নেতাদের সঙ্গে দেখা করছেন জেলেনস্কি। সেই পরিপ্রেক্ষিতে ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে গেছেন তিনি।

বিবিসি জানিয়েছে, এই সফরে দুই নেতার বৈঠক ঘণ্টা দুয়েকের বেশি হবে না বলে আশা করা হচ্ছে।

তবে একটি সূত্র জানিয়েছে, সরকারি ব্যক্তিরা এই সফরটিকে আলোচনার পরিবর্তে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে চিহ্নিত করেছেন।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/১৫ মে ২০২৩

Back to top button