শিক্ষা

এসএসসির স্থগিত থাকা পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৫ মে – সব লিখিত পরীক্ষা শেষ হলেই ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১৫ মে) সকাল সাড়ে দশটায় রাজধানীর সরকারি টিচার্স কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সব লিখিত পরীক্ষা যেদিন শেষ হবে অর্থাৎ ২৩ মে। এরপর যে পরীক্ষাগুলো স্থগিত আছে সেগুলোর সময় তারিখ জানিয়ে দেওয়া হবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে ছয় শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের ১৪ মে ও ১৫ মে পরীক্ষা স্থগিত করা হয়।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৫ মে ২০২৩

Back to top button