চট্টগ্রাম
শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু
চট্টগ্রাম, ১৫ মে – চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার সকাল থেকে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।
এর আগে, ঘূর্ণিঝড় মোখা’র কারণে শনিবার সকাল ৬টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছিল।
রোববার রাতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডিং তাসলিম আহমেদ জানান, ঘূর্ণিঝড় মোখা পরবর্তী পরিস্থিতি ভালো থাকায় সোমবার থেকে আবারও নিয়মিত ফ্লাইট ওঠানামা শুরু হবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৫ মে ২০২৩