শিক্ষা

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

ঢাকা, ১২ ডিসেম্বর – স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মেডিকেল টেকনোলজিস্টদের সকল ডিপার্টমেন্ট (ল্যাবেরেটরি, রেডিওগ্রাফি, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি, ডেন্টাল) মিলে প্রায় ২৩ হাজার ৫২২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত পরীক্ষায় অনিয়ম হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।

শনিবার (১২ ডিসেম্বর) ঢাকার মোট ৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।

পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রে পরীক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিয়েছে। কেউ মোবাইল দেখে, কেউ ইন্টারনেট ব্রাউজ করে আবার কেউ কপি করে খাতায় লিখেছে। অনেকে প্রক্সি পরীক্ষাও দিয়েছে। পরীক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব অনিয়মের প্রতিবাদও জানিয়ে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি করেছেন।

আরও পড়ুন : বেসরকারি মাধ্যমিকে ৫ শর্তে লটারিতে ভর্তি

এক পরীক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষা কেন্দ্রের ছবি পোস্ট করে এমন মন্তব্য করেছেন, ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দোলনচাপা চতুর্থ ফ্লোরে ৪০৮, ৪০৯ ও ৪১০ নম্বর রুমে আমি যখন ভিজিটর হিসেবে? মেডিক্যাল টেকনোলজিস্টদের পরীক্ষা বলে কথা?’

পরীক্ষার্থী শেখ সাদী বলেন, ‘১২ বছর পর প্রত্যাশিত পরীক্ষায় অংশ নিয়ে আমরা হতাশ হয়েছি। ভেবেছিলাম সুষ্ঠুভাবে পরীক্ষা হবে। কিন্তু পরীক্ষার হলে দেখলাম, মোবাইল দেখে দেখে লিখছে। আবার কেউ ইন্টারনেট ব্রাউজ করেও লিখছে। আমার দাবি যেহেতু পরীক্ষা ঠিকভাবে হয়নি তাই পুনরায় এ পরীক্ষা নেয়া হোক।’

আরেক পরীক্ষার্থী ইশরাত জাহান মলি বলেন, ‘আমার মতিঝিল বয়েজ স্কুলে পরীক্ষা ছিল। পরীক্ষার হলে দেখেছি ফোন বের করে উত্তর লিখছে অনেকে। পাশের রুমে যারা পরীক্ষা দিয়েছে, তারাও একই অবস্থা দেখেছে। পরীক্ষকরা যদি ভালোভাবে গার্ড দিতেন তাহলে এমন হতো না। আমি অবশ্যই এ পরীক্ষা পুনরায় নেয়ার জন্য অনুরোধ করছি।

সুত্র : জাগো নিউজ
এন এ/ ১২ ডিসেম্বর

Back to top button