ইউরোপ

ইউক্রেন সীমান্তের কাছে ৪টি রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত

কিয়েভ, ১৪ মে – ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চল সীমান্তের কাছে ২ রুশ যুদ্ধবিমান ও ২ সামরিক হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়, কোমারস্যান্ট একটি বাণিজ্যভিত্তিক দৈনিক সংবাদপত্র। পত্রিকাটি শনিবার তাদের ওয়েবসাইটে জানায়, সামরিক অভিযানের জন্য তৈরি রাশিয়ান সুখোই যুদ্ধবিমান সু-৩৪, সু-৩৫ ও দুটো মি-৮ হেলিকপ্টার অতর্কিত হামলা চালিয়ে ‘প্রায় একই সঙ্গে গুলি করে’ ধ্বংস করা হয়েছিল।

প্রাথমিক তথ্যমতে, যোদ্ধাদের ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর কথা ছিল, আর হেলিকপ্টারগুলো তাদের সহায়তার জন্য ছিল। যেমন সুর ক্রুরা যদি গুলির শিকার হন, তাহলে তাদের তুলে নেওয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেন থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তারা সাধারণত রাশিয়ার ভূখণ্ডের মধ্যে হামলার খবরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে একসঙ্গে চারটি সামরিক বিমান ভূপতিত হওয়া কোনো দুর্ঘটনা হতে পারে না, এমন কথা ইউক্রেনপন্থী সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে।

সূত্র: সমকাল
আইএ/ ১৪ মে ২০২৩

Back to top button