ঢালিউড

প্রথম দিনের পর দর্শক টানছে না ‘পাঠান’

ঢাকা, ১৪ মে – বাংলাদেশের সিনেমা হলে শুক্রবার (১২ মে) মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। দেশের ৪১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তির পর প্রতিদিন সিনেমাটির ২০৬টি শো প্রদর্শিত হচ্ছে।

দেশের সিনেপ্লেক্সে সিনেমাটি দর্শক টানতে পারলেও সিঙ্গেল স্ক্রিনের (একক পর্দার) হলগুলোতে দর্শক টানতে ব্যর্থ হচ্ছে।

মুক্তির প্রথম দিন (শুক্রবার) থেকে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি বেশ ভালো চলছে। দর্শকদের মধ্যে উন্মাদনাও দেখা গিয়েছে। তবে একক পর্দার যেসব প্রেক্ষাগৃহ রয়েছে, সেগুলোতে সিনেমাটি দর্শক টানতে পারছে না। মাল্টিপ্লেক্সেও ওয়ার্কিং ডেতেও দর্শক ছিল ‘মোটামুটি’।

২৫ জানুয়ারি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও দেখানো হয়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকেই আছেন।

রোববার (১৪ মে) বিকেলে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার আহমেদ নওশাদ গণমাধ্যমকে বলেন, অনেক দিন হলো সিনেমাটি মুক্তি পেয়েছে। অনলাইনেই প্রায় সবাই দেখে ফেলেছে। আমার ছেলেও অনলাইনে সিনেমাটি দেখেছে। ছেলেই আমাকে সংবাদটি দিয়েছে। এখান থেকেই বোঝা যাচ্ছে দর্শক টানার প্রকৃত চিত্র। তাই এটা বলাই যায়, ‘পাঠান’ নিয়ে যেমনটা আশা করা হয়েছিল, সেভাবে দর্শক টানতে পারছে না।

সৈয়দপুরের তামান্না সিনেমা হলের ব্যবস্থাপক ঝন্টু বলেন, পাঠান সিনেমাটি শুক্রবার ভালো ব্যবসা করলেও পরের দিন থেকেই দর্শক কমে গেছে। সিনেমাটি অনলাইনেই দেখা যাচ্ছে। যদি অনলাইনে দেখা না যেত তবে দর্শক হলে সিনেমাটি দেখত।

চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের কর্ণধার সাদাত হোসাইন বলেন, শুক্রবার ও শনিবার ‘পাঠান’ দিয়ে ভালো ব্যবসা হয়েছে। তবে রোববার আবহাওয়া খারাপ হওয়ায় হল বন্ধ রয়েছে।

বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের অপারেশন ইনচার্জ জাহিদ গণমাধ্যমকে বলেন, পাঠান খুব ভালো ব্যবসা করতে পারছে না। টুকটাক করছে। যদি সিনেমাটি আগে মুক্তি দেওয়া হতো তাহলে আরও ভালো ব্যবসা করতে পারত।

যশোরের মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক মোহাম্মদ তোফাজ্জল বলেন, ‘পাঠান’ সিনেমাটি আশানুরূপ ব্যবসা করতে পারছে না। গড়ে ২০ ভাগ দর্শক সিনেমাটি দেখছে। ঈদে যেভাবে সিনেমা দেখা শুরু হয়েছিল, সেভাবে ‘পাঠান’ দেখা হচ্ছে না।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, শুক্র ও শনিবার আমাদের টিকিট সেল হয়েছিল। আজ রোববার ওয়ার্কিং ডে। তাই, ব্যবসা একটু কম। তবে মোটামুটি ভালোই চলছে।

আইএ/ ১৪ মে ২০২৩

Back to top button