চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু সোমবার

চট্টগ্রাম, ১৪ মে – ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় সোমবার (১৫ মে) নিয়মিত ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

রোববার (১৪ মে) রাতে ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডিং তাসলিম আহমেদ।

তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে শাহ আমানতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

সোমবার থেকে নিয়মিত ফ্লাইট ওঠানামা করবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৪ মে ২০২৩

Back to top button