জাতীয়

আমাদের কণ্ঠরোধ করতে পারবেন না শেখ হাসিনা

ঢাকা, ১৪ মে – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেশে প্রচার হলে জনগণ আরও উদ্বুদ্ধ হয়ে সরকারের পতন ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেছেন, এই সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি নেতা, তার বক্তব্য যাতে প্রকাশ না হয়, সে জন্য আইন করেছে। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে কারো কণ্ঠরোধ করা যায় না। হয়তো কণ্ঠরোধ করার জন্য অনেক কালা-কানুন তৈরি করেছেন শেখ হাসিনা। তবুও কণ্ঠরোধ করতে পারবেন না।

রোববার (১৪ মে) জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিরোধী দলকে দমন করার জন্য, তাদের কণ্ঠরোধ করার জন্য, খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে সরকার। খালেদা জিয়াকে বন্দি করেছে একটি ভয়ংকর অগণতান্ত্রিক নির্বাচন করার জন্য। তারা আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে দিনের ভোট রাতে করেছে। এটি অগণতান্ত্রিক সরকার তাদের ভয় থেকে করেছে।

সরকারের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, আজকের এই দিনে আপনাদের হুমকিতে তারেক রহমানের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারবেন না। জনগণের প্রতি তার যে দায়িত্ব, কর্তব্য, জাতীয় নেতা হিসেবে তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের কথা দেশের জনগণ, দলের নেতাকর্মীরা কোনো না কোনোভাবে শুনবে। আপনাদের হুংকারে হুমকিতে সেটি কোনোভাবেই বন্ধ হবে না।

সরকারের বিরুদ্ধে গুম, খুনের অভিযোগ তুলে রিজভী বলেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর। তিনি বলেছেন আমি খুব আতঙ্কের মধ্যে আছি, আমাকে গুম করা হতে পারে। আওয়ামী লীগের একজন মেয়র, তিনিও জানেন, গুম হওয়া লাগতে পারে। সুতরাং আওয়ামী লীগ যে গুম করে এটি তাদের নেতারাই বলে দিচ্ছেন।

এসময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, গাজীপুরের বিএনপি নেতা রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৪ মে ২০২৩

Back to top button