কক্সবাজার

কক্সবাজার সৈকত থেকে উৎসুক পর্যটক সরাতে বিজিবি মোতায়েন

কক্সবাজার, ১৩ মে – ঘূর্ণিঝড় মোখা দেখতে আসা উৎসুক পর্যটকদের কক্সবাজার সমুদ্রসৈকত থেকে সরাতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১৩ মে) বিকেলে বিজিবি মোতায়েন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

উৎসুক পর্যটকরা ঘূর্ণিঝড় মোখা দেখতে আজ সৈকতে ভিড় করে। গণমাধ্যমে এমন খবর প্রচারিত হওয়ার পর আজ শনিবার (১৩ মে) বিকেলে বিজিবি মোতায়েন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার (১৩ মে) সকাল থেকেই কক্সবাজারের সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের আনন্দ উল্লাস ও হইচই করতে দেখা গেছে। অনেকজনই সাগরে গোসল করেছেন। যদিও মোখার প্রভাবে সৈকতে বিপদ সংকেত ‘লাল’ পতাকা টানানো হয়েছে। এমন অবস্থায় পর্যটকদের নিরাপদে থাকতে ও দ্রুত সমুদ্র থেকে উঠে যেতে মাইকিং করছেন বিচ কর্মীরা।

এজন্য সমুদ্রে গোসলে নেমে কোনো পর্যটক যেন বিপদে না পড়ে, সে জন্য জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড বাহিনীর পক্ষ থেকে চালানো হয় সতর্কতামূলক প্রচারণা।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ মে ২০২৩

Back to top button