ফুটবল

সাফের জন্য বাংলাদেশের ৩৫ সদস্যের দল ঘোষণা

ঢাকা, ১৩ মে – দরজায় কড়া নাড়ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’। এ টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

লম্বা এ তালিকায় পুরোনো মুখেরই ছড়াছড়ি। চলমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ দেখে কোচ হাভিয়ের কাবরেরা নতুন খেলোয়াড়ের সন্ধান পাননি। মাত্র দুজন নতুন খেলোয়াড়কে তিনি বেছে নিতে পেরেছেন ৩৫ জনের দলে। এই প্রথম জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন প্রিমিয়ার লিগে নবাগত দল ফর্টিস এফসির ফরোয়ার্ড রফিকুল ইসলাম ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন।

বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে সিশেলসের বিপক্ষে। ওই সিরিজে থাকা প্রত্যেককে রাখা হয়েছে সাফের প্রাথমিক দলে। ফেরানো হয়েছে ইয়াসিন আরাফাত, মোহাম্মদ হৃদয়, মেহেদি হাসান রয়েল, মেহেদি হাসান মিঠু, ঈশা ফয়সাল ও আবু সাইদ।

সাফকে সামনে রেখে আগামী ৪ জুন ক্যাম্প শুরু করবেন জামাল ভূঁইয়ারা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে তাদের প্রস্তুতিপর্ব চলবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। প্রস্তুতির প্রথম পর্ব শেষে বাদ পড়বে ৮ ফুটবলার।

বাংলাদেশ ফুটবল দল:

গোলরক্ষক- আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও শ্রাবণ।

ডিফেন্ডার- তারিক কাজী, ইয়াসিন আরাফাত, সাদউদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ইশা ফয়সাল, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লা।

মিডফিল্ডার- মাশুক মিয়া জনি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ, মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান রয়েল।

ফরোয়ার্ড- রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ মে ২০২৩

Back to top button