ক্রিকেট

‘বাংলাদেশের ভবিষ্যতের অধিনায়ক শান্ত’

ঢাকা, ১২ ডিসেম্বর – বিসিবি প্রেসিডেন্ট কাপে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও তার ওপর ভরসা রেখেছে রাজশাহী কর্তৃপক্ষ।

যদিও শান্তর নেতৃত্বাধীন দল তেমন একটা ভালো করছে না। শেষ চারে খেলতে হলে শনিবার চট্টগ্রামের বিপক্ষে জিততেই হবে শান্তবাহিনীর। আবার বরিশালের ম্যাচের জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে।

তবে শান্তর নেতৃত্বে রীতিমতো মুগ্ধ জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

তার মতে, শান্ত জাতীয় দলের ভবিষ্যত অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখেন।

আরও পড়ুন : মাশরাফির সঙ্গে গাইলেন সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-তামিম

শান্তর নেতৃত্ব নিয়ে শুক্রবার সংবাদামাধ্যমে সাইফউদ্দিন বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, শান্ত একজন লড়াকু ক্রিকেটার নন, লড়াকু অধিনায়কও। তার ফিল্ড সেটআপ, অধিনায়কত্ব সত্যি প্রশংসনীয়। মাঠের ভেতরে-বাইরে দলকে উজ্জীবিত রাখতে ওর বুস্টআপ অসাধারণ। বিষয়টি আমি ২০১০ সাল থেকে দেখে আসছি। তখন শান্ত ও মিরাজদের সঙ্গে অনূর্ধ্ব-১৫তে খেলতাম। তখন হয়তো মিরাজ বেশি অধিনায়কত্ব করত।

মিরাজ ইনজুরিতে পড়লে বা অসুস্থ হয়ে ম্যাচ মিস করলে শান্তই অধিনায়কত্ব করত। বলতে গেলে শান্তর নেতৃত্ব ছোটবেলা থেকে উপভোগ করেছি আমি। আর মাশাআল্লাহ শান্ত যেভাবে ব্যাটিং করছে, এটা ধারাবাহিক থাকে ৪-৫ বছর পর তার কাঁধেই জাতীয় দলের নেতৃত্ব যাবে।’

চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন শান্ত। ৭ ম্যাচে ১৫৯.৩৪ স্ট্রাইক রেটে তার রান ২৯০। সবশেষ ম্যাচে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ২টি হাফসেঞ্চুরিও করেছেন তিনি।

সুত্র : যুগান্তর
এন এ/ ১২ ডিসেম্বর

Back to top button