জাতীয়

উত্তরার বাসা ছেড়ে গুলশানে ফিরোজার পাশে বাসা নিলেন ফখরুল

ঢাকা, ১৩ মে – ঢাকার বাসভবন পরিবর্তন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল (রোববার) তিনি তার উত্তরার বাসা ছেড়ে গুলশানের নতুন বাসায় উঠবেন।

বিএনপি মহাসচিব গুলশান-২ নম্বরের ৭১ নম্বর রোডের একটি বাসায় উঠছেন। ওই এলাকার ৭৯ নম্বর সড়কের বাসায় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই এলাকার ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, উত্তরার বাসা থেকে আসা-যাওয়ায় অনেকটা ঝক্কি পোহাতে হচ্ছে। প্রচণ্ড যানজটে প্রায়ই অসুস্থ হয়ে যাচ্ছেন। এ কারণে বাসা পরিবর্তন করছেন তিনি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ মে ২০২৩

Back to top button