আজ দুপুরে বিএনপির বিক্ষোভ, মাঠে থাকবে আওয়ামী লীগ
ঢাকা, ১৩ মে – বিএনপির সরকারবিরোধী কর্মসূচির দিন আজ শনিবার মাঠে থাকবে আওয়ামী লীগ। ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের দুই অংশে বিকেলে পৃথক দুটি শান্তি সমাবেশের মাধ্যমে রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে ক্ষমতাসীন দলটি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশটি হবে বিকেল ৩টায় রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনার চত্বরে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন।
অন্যদিকে, যুবলীগের পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানেও আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ ১০ দফা দাবি আদায়ের চলমান আন্দোলনকে সফল করতে আগামী সপ্তাহ থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আজ শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হবে। এদিন ঘোষণা করা হবে ২০ মে সারা দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি।
চূড়ান্ত যুগপৎ কর্মসূচি কবে ঘোষণা করা হবে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত কর্মসূচির প্রথম কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে আজ (শুক্রবার) রাতে সবাই মিলে আলোচনা করে নির্ধারণ করব। তবে কর্মসূচি মোটামুটি চূড়ান্ত। জেলা পর্যায় থেকে এ কর্মসূচি শুরু হবে।
তিনি বলেন, যুগপৎ আন্দোলন করলেও প্রত্যেকের আলাদা আলাদা কর্মসূচি থাকে। তার অংশ হিসেবে আজ (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছি ১৪ দফা দাবি আদায়ে। গণ অধিকার পরিষদ ১৯ মে তাদের কর্মসূচি পালন করবে। এ কর্মসূচি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হবে। বিএনপি আগামীকাল (আজ) নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রথমে শর্ট টার্মের মধ্যে চূড়ান্ত আন্দোলনের চিন্তাভাবনা থাকলেও সেখান থেকে পিছিয়ে এসেছি আমরা। কারণ দ্রুততম সময়ে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়া সম্ভব হবে না। তাই আন্দোলন লং টার্মে হবে।
বিএনপি গঠিত লিয়াজোঁ কমিটির সদস্য ও দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গত মঙ্গলবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এরপর জেলা পর্যায় থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে ঢাকায় ফেরার পরিকল্পনা হয়েছে। তার অংশ হিসেবে শনিবার নয়াপল্টনের বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসবে। আন্দোলন শুরু করে যৌথ ইশতেহার ঘোষণা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বিএনপি এককভাবে থানা, উপজেলা, পৌরসভা ও জেলা বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালন করেছে। এরপর ধাপে ধাপে ঢাকায় গত ১০ ডিসেম্বর সমাবেশ করেছে। এবার সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে তৃণমূল থেকে ধাপে ধাপে ঢাকায় ফিরবে। এভাবে একটি আন্দোলন শুরু করে তা শেষ পর্যায়ে নিতে আসতে দুই থেকে তিন মাস লাগে। আগামী ২০ মে থেকে শুরু করে চূড়ান্ত আন্দোলনের সমাপ্তি ঘটতে পারে অক্টোবরের মধ্যে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, চূড়ান্ত আন্দোলনের শেষ পর্যায় রাজধানী ঢাকাকেন্দ্রিক হবে। তাই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ঢাকাকেন্দ্রিক কমিটিগুলো দ্রুত গঠনের কাজ চলছে। বিশেষ করে আন্দোলনের প্রধান শক্তি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ঢাকার সব ইউনিটের কমিটি গঠনের কাজ দ্রুত শেষ করা হবে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৩ মে ২০২৩