নড়াইল

নড়াইলে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

নড়াইল, ১২ মে – এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নড়াইলে আমিনুর খাকি (২৭) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সমর্থকরা।

শুক্রবার (১২ মে) কালিয়া উপজেলার তেলিডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটে।

আমিনুর ওই গ্রামের সোনা মিয়া খাকির ছেলে। তিনি পার্শ্ববর্তী চান্দেরচর বাজারের পল্লী চিকিৎসক হিসাবে কাজ করতেন। ঘটনার পর থেকে গ্রামজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের মৃত হাসেন শেখের ছেলে গফফার শেখের সঙ্গে আমিনুরের বাবার পূর্বশত্রুতা চলে আসছিল। আজ সকাল সাড়ে ৮টার দিকে আমিনুর বাড়ি থেকে চান্দেরচর বাজারের ব্যবসা কেন্দ্রে যাওয়ার পথে চান্দেরচর-তেলিডাঙ্গা সড়কে ১৫ থেকে ২০ জনের একটি দল তার উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১টার দিকে মারা যান তিনি।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ মে ২০২৩

Back to top button