দেশে ‘পাঠান’ মুক্তিতে শাহরুখ ভক্তদের কেক কেটে উচ্ছ্বাস
ঢাকা, ১২ মে – অনেক বাধা-বিপত্তি পর অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। শুক্রবার (১২ মে) থেকে ৪১টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।
বলিউডের বক্স অফিসের সফল এ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। তিনি জানিয়েছেন, ৪১ হলে প্রতিদিন ২০৬টি শো প্রদর্শনী হবে।
‘পাঠান’ বাংলাদেশে মুক্তির প্রথম সপ্তাহের প্রথম দিনে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে উচ্ছ্বাস দেখা গেছে শাহরুখ ভক্তদের মাঝে। কেউ কেউ কেক কেটেও আনন্দ উযাপন করেছেন।
শাহরুখ ভক্তদের ভাষ্য, আমরা শাহরুখ খানের বাংলাদেশি ভক্ত। এতদিন তার সিনেমা ছোটপর্দায় দেখে আসছি। এবার আমাদের দেশের সিনেমা হলে বড়পর্দায় দেখতে পাব, এটা ভাবতে ভালো লাগছে।
চলতি বছরের ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। যশ রাজ ফিল্মস প্রযোজিত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান।
এতে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন বলিউড ভাইজান সালমান খান।
এম ইউ/১২ মে ২০২৩