নাটক

নিজেকে কীভাবে ভাঙা যায় প্রতিনিয়ত সে চেষ্টা করি

ঢাকা, ১২ মে – বর্তমানে ব্যস্ত সময় পার করছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈম। তবে অভিনয়ের ফাঁকে গানও করেন এই অভিনেতা। ইতোমধ্যে বেশ কয়েকটি গান রেকর্ডিং করেছেন তিনি, যেগুলো প্রচারের অপেক্ষায় রয়েছে।

বর্তমানে প্রতিনিয়তই নিজেকে ভেঙে নতুন করে আবিষ্কারের চেষ্টা করছেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই তারকা।

নাঈম বলেন, টেলিভিশনে প্রচারিত আমার নাটকগুলো যখন ইউটিউবে আপলোড করা হয়, তখন বেশ ভালো সাড়া পাই। দর্শক এখন সরাসরি নিজের মন্তব্য লিখতে পারেন। আর তারা যখন নিজেদের ভালোলাগা বা মন্দলাগার বিষয়গুলো প্রকাশ করেন, তখন আরও সচেতন হওয়ার চেষ্টা করি। প্রতিনিয়তই কীভাবে নিজেকে ভাঙা যায় সেই চেষ্টা করি।

অভিনেতা আরও বলেন, বর্তমানে ওটিটিতে বেশি ফোকাস দিচ্ছি আমি। আমি মনে করি নতুন কোনো মাধ্যমে ফোকাস দিতে গেলে, ভালো কাজ করতে হলে, আগে নিজেকে তৈরি করতে হয়। যেহেতু আমি ওটিটিতেই এখন বেশি ব্যস্ত, এ জন্য এখন নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করছি আমি।

তবে টিভি নাটকে যে একেবারই কম অভিনয় করছি সেটাও না। আগামী কোরবানির ঈদে আমার অভিনীত একাধিক নাটক প্রচার হবে। আশা করছি আমার নাটকগুলো দর্শকরা ভীষণ পছন্দ করবেন।

নাটকের গল্পের বিষয়ে নাঈম বলেন, আমি মনে করি অনেক দর্শকের কাছে পৌঁছানোর আগে আমাকে ভালো গল্পের কাছে যেতে হবে। গতানুগতিক গল্পের চেয়ে ইউনিক ও ভালো গল্পের কাজ হওয়া খুবই জরুরি। কারণ, ভালো গল্প হলে মানুষ অবসশই পছন্দ করবে এবং দেখবেও।

উদাহরণ স্বরূপ বলা যায় ‘কারাগার’ ও ‘মায়াশালিক’ এর কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, এই সিরিজগুলো কিন্তু দর্শক দেখছেন। যার ফলে একের পর এক ভালো কাজ আসছে। নতুন অনেকে কাজে আসছেন এবং বেশ ভালোও করছেন।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল আজহার ওটিটির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নাঈম। এ ছাড়া ঈদের জন্য নির্মিত কয়েকটি একক নাটকের কাজ শেষ করেছেন এই অভিনেতা।

আইএ/ ১২ মে ২০২৩

Back to top button