পিটিআই’র আরেক নেতা ড. শিরিন মাজারি গ্রেপ্তার
ইসলামাবাদ, ১২ মে – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আরেক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার ভোরে ইসলামাবাদে সাবেক মন্ত্রী ও দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. শিরিন মাজারিকে তার বাসভবন থেকে আটক করা হয়।
সাদা পোশাক পরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাড়িতে ঢুকেন বলে বলে নিশ্চিত করেছে পিটিআই।
টুইটারে শেয়ার করা ইমান হাজির-মাজারি, মাজারির মেয়ে এবং একজন আইনজীবীর একটি ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাবেক মন্ত্রীকে আটক করতে জোর করে তার বাড়িতে ঢুকছেন।
পরে টুইটারে শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা যায়, নারী পুলিশ সদস্যরা মন্ত্রীকে তার বাসভবন থেকে নিয়ে যাচ্ছেন।
যখন তাকে পুলিশের গাড়িতে তুলতে নেওয়া হচ্ছিল। এসময় মাজারি জয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। পরে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’কে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান তিনি।
ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ আগে মাজারির মেয়ে টুইট করেছিলেন যে আগ্নেয়াস্ত্র বহনকারী প্রায় ৫০ পুলিশ সদস্য তার বাসভবনে ঢুকে।
টুইটারে পিটিআই লিখেছে বলেন, ‘আমাদের এসভিপি ডা. শিরিন মাজারিকে এ মুহূর্তে তুলে নেওয়া হচ্ছে। পুলিশও বন্দুক নিয়ে তার বাড়িতে ঢুকেছে। অত্যন্ত লজ্জাজনক!’
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১২ মে ২০২৩