দক্ষিণ এশিয়া

ইমরান খানকে আজ ইসলামাবাদ হাইকোর্টে হাজির করা হবে

ইসলামাবাদ, ১২ মে – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানকে আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে আজ আদালতে হাজির করা হবে।

হাইকোর্টের নির্দেশে ইমরানের রাত কেটেছে পুলিশ লাইন্সের গেস্ট হাউজে। এর আগে, বৃহষ্পতিবার হাইকোর্টে পিটিআই নেতাদের আবেদনের প্রেক্ষিতে ইমরানকে আদালতে হাজির করা হয়।

আদালত শুনানি শেষে ইমরানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে মুক্তি দেয়ার আদেশ দেন। একইসাথে আজ সুপ্রিম কোর্টে হাজির করার নির্দেশ দেয়া হয়। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গত মঙ্গলবার গ্রেফতার করা হয়। গ্রেফতারের প্রতিবাদে সহিংস বিক্ষোভে উত্তাল হয় পাকিস্তান।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ১২ মে ২০২৩

Back to top button