তেহরানে নিয়োগের জন্য রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে সৌদি আরব
রিয়াদ, ১২ মে – সৌদি আরব সরকার ইরানে নিয়োগের জন্য নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। সেই সঙ্গে ইরানও দ্রুত সময়ের মধ্যে সৌদিতে নিয়োগের জন্য রাষ্ট্রদূতের নাম প্রস্তাব করবে বলেও জানান তিনি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে আব্দুল্লাহিয়ান বলেন, সৌদি আরব মঙ্গলবার ইরানে নিয়োগের জন্য তাদের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। আমরাও শিগগিরই সৌদি সরকারের কাছে আমাদের নতুন রাষ্ট্রদূতের নাম প্রস্তাব করব।
চীনের মধ্যস্থতায় দেশটির রাজধানী বেইজিংয়ে গত মার্চ মাসে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি সই হয়। এর দুই মাস পর সৌদি আরব তেহরানে নিয়োগের জন্য নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল।
গত ১০ মার্চ সই হওয়া চুক্তিতে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে ইরান ও সৌদি আরব উভয় দেশে নিজ নিজ রাষ্ট্রদূত নিয়োগ করবে। ওই চুক্তির মধ্য দিয়ে রিয়াদ ও তেহরানের মধ্যে সাত বছর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়।
সূত্র: যুগান্তর
আইএ/ ১২ মে ২০২৩