বরিশাল

তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২

বরিশাল, ১১ মে – বরিশালের কীর্তনখোলা নদীতে ‘এমটি এবাদী-১’ নামের একটি তেলবাহী জাহাজে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া দগ্ধ হয়েছেন আরো ৩ জন। দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তেলবাহী জাহাজে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত শ্রমিক স্বাধীন (২২) এবং বাবুল কান্তি দাস (৬৪)। তাদের দুজনের বাড়ি চট্টগ্রামে। জাহাজের আরেক শ্রমিক নিখোঁজ রয়েছেন। আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক বেলাল হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ইঞ্জিন রুমে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আরো একজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া গুরুতর আহত ৩ জনকে আমরা বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাই।

জাহাজের কর্মীরা জানান, জাহাজটি প্রায় সাড়ে ১৩ লাখ লিটার পেট্রোল ও ডিজেল নিয়ে বরিশালের পদ্মা অয়েল কম্পানির সামনে কীর্তনখোলা নদীতে নোঙর করে। কিন্তু বিকেলে ইঞ্জিন রুমে সমস্যা দেখা দিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১১ মে ২০২৩

Back to top button