ইউরোপ

ফিনল্যান্ডে পদচারী সেতু ধসে আহত ২৪, বেশিরভাগই শিশু

হেলসিঙ্কি, ১১ মে – ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির বাইরের শহর এসপুতে পথচারীদের একটি অস্থায়ী সেতু ভেঙে পড়ায় প্রায় ২৪ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবারের (১২ মে) এ দুর্ঘটনায় আহতদের বেশি ভাগই শিশু ছিল। উদ্ধারকারী দলের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আহত শিশুরা একটি শিক্ষাসফর শেষ করে ফিরছিল। হেলসিঙ্কির হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তবে আহতদের অবস্থা তেমন গুরুতর নয়।

এদিকে ফিনল্যান্ডের পত্রিকা হেলসিংগিং সানোমাত শিক্ষাসফরে যাওয়া এক শিক্ষার্থীর বরাতে জানায়, আহত শিশুদের বেশির ভাগই অষ্টম গ্রেডের শিক্ষার্থী, যারা একটি শিক্ষাসফরে গিয়েছিল। মাঠ পর্যায়ের ভ্রমণ শেষ করে ফেরার পথে ওই দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ জানায়, এলাকায় নির্মাণ কাজ চলার সময় পাতলা কাঠ দিয়ে ওই অস্থায়ী সেতুটি তৈরি করা হয়েছিল। ফিনিশ সম্প্রচার মাধ্যম বেশ কিছু ছবি প্রকাশ করেছে। যেখানে উদ্ধারকারী দলের সামনে মাটিতে কমপক্ষে পাঁচজনকে পড়ে থাকতে দেখা যাচ্ছে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১১ মে ২০২৩

Back to top button