ইউরোপ

ইতালির মিলানে ভয়াবহ বিস্ফোরণ, জ্বলছে বহু গাড়ি

রোম, ১১ মে – ইতালির উত্তরাঞ্চলীয় শহর মিলানের কেন্দ্রস্থলে একটি সড়কে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে মিলানের পোর্টা রোমানা এলাকায় এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, অক্সিজেন সিলিন্ডার বহনকারী একটি ভ্যান থেকে বিস্ফোরণ ঘটে। শহরের মেয়র জিউসেপ সালা সাংবাদিকদের বলেন, এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান এবং কালো ধোঁয়া কুণ্ডলী দেখতে পান।

ইতালির সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল স্কাই টিজি ২৪ জানিয়েছে, সড়কে অপেক্ষমাণ অক্সিজেন সিলিন্ডার বহনকারী একটি ভ্যানে আচমকা বিস্ফোরণ হয়। এরপর ভ্যানটির সামনে-পেছনে থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরিত হয়। পাশাপাশি কয়েকটি ভবনে আগুন ধরে যায়।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১১ মে ২০২৩

Back to top button