আইন-আদালত

গরমে আদালতের ড্রেস কোড নিয়ে আলোচনায় বসবেন প্রধান বিচারপতি

ঢাকা, ১১ মে – বাংলাদেশের তাপমাত্রা ক্রমে বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে কালো কোটের কারণে আইনজীবীদের অসহনীয় গরম সহ্য করতে হয়। তাই আইনজীবীদের পরিধেয় পোশাকের বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার (১৩ মে) বেলা ১১টায় সুপ্রিম কোর্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ মূলত একটি গ্রীষ্মপ্রধান দেশ। বছরের প্রায় ৮ মাস উচ্চ তাপমাত্রা বিরাজ করে এখানে। বাংলাদেশে আইনজীবীদের আদালতে পরিধানের জন্য সিভিল রুলস অ্যান্ড অর্ডারস, ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রুলস ১৯৭৩ এবং আপিল বিভাগের রুলস ১৯৮৮ তে শীত এবং গ্রীষ্মকালে একই ধরনের পোশাক পরিধানের কথা বলা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ মে ২০২৩

Back to top button