দক্ষিণ এশিয়া

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

ইসলামাবাদ, ১১ মে – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার ঘিরে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। টানা তিনদিনের মতো চলছে ব্যাপক সহিংসতা। এখন পর্যন্ত সংঘর্ষ বন্ধের কোনো লক্ষণ নেই। এর মধ্যেই দেশটির জন্য এলো আরেক দুঃসংবাদ।

অর্থনৈতিক সংকটে থাকা দেশটির রুপির মানের রেকর্ড দরপতন হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির আরও অবনমন হয়েছে।

আজ বৃহস্পতিবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ডলারের বিপরীতে রুপির মান দাঁড়িয়েছে ২৯৯। গতকাল বুধবারেই দেশটিতে ডলারের বিপরীতে রুপির মান ছিল ২৯০।

দেশটির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর ১ টা ১৭ মিনিটে দেশটির আন্তব্যাংক লেনদেনে ডলারের দর দাঁড়ায় ২৯৯ রুপি। এর অর্থ, দেশটিতে এখন রুপির মান দেশটির ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে।

পাকিস্তানের অর্থনৈতিক বিশেষজ্ঞরা ধারণা করছেন, পিটিআই প্রধানকে গ্রেপ্তারের জেরে শুরু হওয়া সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতার কারণে রুপির এ রেকর্ড দরপতন।

এদিকে মুডিস ইনভেস্টর সার্ভিস ও ব্লুমমার্গের প্রকাশিত খবরের সূত্র ধরে ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ ৪৫০ কোটি ডলারে নেমেছে। এ অর্থ দিয়ে পাকিস্তানে এক মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

তাই দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ না পেলে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়তে পারে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১১ মে ২০২৩

Back to top button