জাতীয়

আচরণবিধি মানতে জিএম কাদেরকে রিটার্নিং কর্মকর্তার চিঠি

বরিশাল, ১১ মে – বরিশালে যাওয়ার আগেই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরকে সতর্ক করে চিঠি দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

বুধবার (১০ মে) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে চিঠি এই চিঠি দেওয়া হয়।

চিঠি থেকে জানা যায়, দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে জি এম কাদেরের বরিশাল যাওয়ার কথা রয়েছে। দুপুর ১২টায় বরিশাল বিমানবন্দর থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সেখানে বিমানবন্দর থেকে সিটি করপোরেশন এলাকায় প্রবেশের সময় দলীয় নেতাকর্মীদের শো-ডাউনের সম্ভাবনা রয়েছে। তাই আগেই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে জি এম কাদেরকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, বরিশাল এয়ারপোর্ট সংলগ্ন রহমতপুরে একটি পথসভায় বক্তব্য দেন জি এম কাদের। দুপুর ১টায় জাতীয় পার্টি নেতা ইকবাল হোসেন তাপসের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। পরে বিকেল ৫টায় বরিশাল বেলস পার্ক মাঠ থেকে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে বরিশাল ত্যাগ করবেন।

এসময় তার সঙ্গে সফরসঙ্গী থাকবেন সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ মে ২০২৩

Back to top button