শিক্ষা

চবির প্রভোস্টকে হত্যার হুমকি, মূল ফটকে তালা

চট্টগ্রাম, ১১ মে – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এএইচএম রায়হান সরকারকে গুলি করার হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করেছে হলটির শিক্ষার্থীরা।

বুধবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেয় শিক্ষার্থীরা। এর আগে রাত ৮টার দিকে সূর্যসেন হল এলাকায় হেনস্তার শিকার হন হল প্রভোস্ট অধ্যাপক ড. এএইচএম রায়হান সরকার।

অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম সুরজিৎ বড়ুয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র।

জানা গেছে, হল প্রভোস্ট সন্ধ্যার পর সূর্যসেন হল এলাকা পরিদর্শনে বের হয়েছিলেন। এসময় তিনি হলের বাইরের শিক্ষার্থীদের হলের আশেপাশের এলাকা থেকে সরিয়ে দিচ্ছিলেন। তখন অভিযুক্ত সুরজিৎ বাইক নিয়ে হলের দিকে যাওয়ার সময় তাকে আটকানোর চেষ্টা করেন প্রভোস্ট। এসময় অভিযুক্তের বাবাও বাইকের পেছনের সিটে ছিলেন। কিন্তু সুরজিৎ প্রভোস্টের ইশারা অমান্য করে বাইক নিয়ে হলের দিকে চলে যান৷ সেদিক থেকে ফেরার পথে প্রভোস্ট তাকে আবারও আটকালে সুরজিৎ প্রভোস্টের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এমনকি প্রভোস্টের পরিচয় পাওয়ার পরেও থামেনি ওই শিক্ষার্থী। এসময় বাইকের পেছনে থাকা অভিযুক্তের বাবা তাকে থামানোর চেষ্টা করলেও সে মানেনি। এসময় সুরজিৎ প্রভোস্টেকে গুলি করে মারার হুমকিও দেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার পর সূর্যসেন হলের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে মূল ফটক আটকে দেন। অন্য একদল শিক্ষার্থী অভিযুক্তের পিছু নিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বার গেইট এলাকা থেকে ধরে জিরো পয়েন্ট পুলিশবক্সে নিয়ে আসেন। এরপর হলের শিক্ষার্থীদের দাবিতে অভিযুক্ত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সামনে হল প্রভোস্ট অধ্যাপক ড. এএইচএম রায়হান সরকারের পায়ে ধরে ক্ষমা চাইলে প্রভোস্ট তাকে ক্ষমা করে দেন। পরে রাত সোয়া নয়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ফটক খুলে দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আহসানুল কবীর বলেন, সূর্যসেন হলের প্রভোস্টকে হেনস্তা করায় শিক্ষার্থীরা ফটক অবরোধ করেছিলেন। পরে অভিযুক্ত ওই শিক্ষার্থী প্রভোস্টের পায়ে ধরে ক্ষমা চাইলে প্রভোস্ট তাকে ক্ষমা করে দেন। এরপর শিক্ষার্থীরা ফটক খুলে দেয়। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ মে ২০২৩

Back to top button