আইন-আদালত

দুই মামলায় মামুনুল হকের জামিন স্থগিত, একটিতে বহাল

নারায়ণগঞ্জ, ১০ মে – নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা দুই মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন চেম্বারজজ আদালত স্থগিত করেছেন। একইসঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে এ নিয়ে শুনানির জন্য আগামী ১২ জুন দিন ঠিক করেছেন আদালত।

অন্যদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা নাশকতার আরেক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আদালত।

মামুনুল হকের জামিন স্থগতি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (১০ মে) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বারজজ আদালত এ আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজিবুর রহমান সম্রাট। মামুনুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুর রহমান রায়হান।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১০ মে ২০২৩

Back to top button