সোজা পথে ক্ষমতায় যেতে নির্বাচনের বিকল্প নেই, বিএনপিকে নানক
ঢাকা, ০৯ মে – বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার (৯ মে) রাজধানীর মোহাম্মদপুরে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
নানক বলেন, বিএনপি বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার চিরতরে বিদায় জানিয়েছিল। কাজেই জনগণের নির্বাচিত সরকারের অধীনেই এ দেশে নির্বাচন হবে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় যেতে নির্বাচনের বিকল্প পথ নেই। নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। সোজা পথে ক্ষমতায় যেতে নির্বাচনে আসুন। আন্দোলনের কথা বলে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না।
প্রধানমন্ত্রীর তিন দেশের সফর শতভাগ সফল জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, জাপান সরকার, বিশ্ব ব্যাংক যেভাবে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে তাতে সমগ্র বাঙালি সম্মানিত হয়েছে।
এ ছাড়া তারা বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন এবং আমাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন বলেও জানান নানাক।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৯ মে ২০২৩