বিমানে বিচ্ছুর কামড় খেলেন নারী
নয়াদিল্লি, ০৯ মে – দ্রুত ও আরামে ভ্রমণের জন্য যাত্রীদের পছন্দ উড়োজাহাজ। তাদের সেবায় যেন কোনো ঘাটতি না হয়, সেদিকে তীক্ষ্ণ নজর থাকে কর্তৃপক্ষের। তবু মাঝেমধ্যে ঘটে যায় বিপত্তি। এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারতের নাগপুর থেকে মুম্বাই যাওয়া এক নারী। মাঝ আকাশে খেলেন বিচ্ছুর কামড়, এতে অসুস্থ হয়ে পড়েন তিনি।
তবে এ ঘটনাকে অত্যন্ত বিরল ও অপ্রত্যাশিত বলছে কর্তৃপক্ষ। গত ২৩ এপ্রিল ঘটে এ ঘটনা বিমান মুম্বাই বিমানবন্দরে।
অবতরণের পর বিচ্ছুর কামড়ে অসুস্থ নারীকে এক চিকিৎসককে দেখানো হয়। এরপর দ্রুত নেওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসার পর ছাড়া পান ওই নারী।
কর্তৃপক্ষ বলছে, আমাদের কর্মীরা ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে ছাড়া পাওয়ার আগ পর্যন্ত সবধরনের সেবা দিয়েছেন। পরে বিচ্ছুর সন্ধানে অভিযানে নামে কর্তৃপক্ষ এবং সেটি খুঁজেও বের করা হয়।
সূত্র: রাইজিংবিডি
আইএ/ ০৯ মে ২০২৩