গাজীপুর

গাজীপুর সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর ফয়সাল সরকার

গাজীপুর, ০৮ মে – গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সোমবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন এক স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ ৩৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থী পদে মোট ৩২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন থাকায় ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন। তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই ওয়ার্ডে ফয়সাল আহমাদ একমাত্র প্রার্থী।

এ ব্যাপারে ফয়সাল আহমাদ সরকার সাংবাদিকদের বলেন, ১৫নং ওয়ার্ডের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে যারা আমার সঙ্গে প্রার্থী হয়েছিলেন তাদের সঙ্গে নিয়ে পরামর্শ করে ১৫নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও স্মার্ট ওয়ার্ড গড়ে তোলবো। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ মে ২০২৩

Back to top button