বলিউড

অ্যাকশন দৃশ্যে শাহরুখ-সালমান, সেট নির্মাণে ব্যয় ৪৫ কোটি টাকা

মুম্বাই, ০৮ মে – বলিউডের দুই সুপারস্টার শাহরুখ-সালমানকে একসঙ্গে বড় পর্দায় পাওয়া ভক্তদের জন্য বরাবরই আনন্দের। কিছু দিন মুক্তি পাওয়া শাহরুখের ব্লক বাস্টার ছবি ‘পাঠান’ এ সালমানকে দেখা গেছিল অতিথি চরিত্রে। এবার সালমান অভিনীত ‘টাইগার থ্রি’ ছবিতে শাহরুখকেও দেখা যাবে অতিথি চরিত্রে।

ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ছবিতে দুই সুপারস্টারকে দেখা যাবে অ্যাকশন দৃশ্যে। এজন্য সেটও তৈরি করা হয়েছে। এতে খরচ হয়েছে ৩৫ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ৪৫ কোটি টাকা।

শোনা যাচ্ছে, সোমবার ওই সেটে শাহরুখ-সালমানের অ্যাকশন দৃশ্যটি ক্যামেরাবন্দী করা হবে। সূত্র জানায়. যখনই কোনো সিনেমায় শাহরুখ ও সালমান একসঙ্গে থাকে তখনই দারুণ কিছু তৈরি হয়। ‘পাঠান’ ছবিতে তা দেখা গেছে। এবার ‘টাইগার থ্রি’ ছবিতেও এমনই কিছু দেখা যাবে বলে আশা করা যাচ্ছে।

সূত্র আরও জানায়, ‘টাইগার থ্রি’ ছবির প্রযোজক আদিত্য চোপড়া পর্দায় শাহরুখ-সালমানের উপস্থিতি দারুণভাবে উপস্থাপন করতে ৩৫ কোটি রুপি ব্যয়ে একটি সেট তৈরি করেছেন।

এর আগে, সূত্রটি জানিয়েছিল দুই খান কমপক্ষে এক সপ্তাহ একসাথে এই ছবির শুটিং করবেন।

টাইগার থ্রি, টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ছবিটি পরিচালনা করছেন মনীশ শর্মা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।

এম ইউ/০৮ মে ২০২৩

Back to top button