মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তুরস্কের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

আঙ্কারা, ০৮ মে – বেশিরভাগ ইউরোপীয় দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং কানাডায় শেষ হয়েছে তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট। যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক ইউরোপীয় দেশের তুর্কি কূটনৈতিক মিশনে রোববার স্থানীয় সময় রাত ৯টায় ভোটগ্রহণ শেষ হয়ে যায়। তবে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি ও লুক্সেমবার্গে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা ভোটগ্রহণ পর্যন্ত চলবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

আলবেনিয়া, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, চেকপ্রজাতন্ত্র, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, কসোভো, লিথুয়ানিয়া, মাল্টা, মলডোভা, মন্টিনিগ্রো, নর্থ মেসিডোনিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডের পাশাপাশি যুক্তরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে।

যুক্তরাজ্যে নিবন্ধিত প্রায় এক লাখ ২৭ হাজার ভোটার ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লন্ডন, ম্যানচেস্টার, এডিনবার্গ ও লিচেস্টারে ব্যালট বাক্সে তাদের ভোট দিয়েছেন।

ওয়াশিংটনে তুর্কি দূতাবাস এবং নিউইয়র্ক, বোস্টন, শিকাগো, হিউস্টন, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসের কনস্যুলেটসহ কূটনৈতিক মিশনে ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত সাতটির মতো ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল।

সাউথ আফ্রিকার অন্তত ১ হাজার ৩৯২ জন নিবন্ধিত ভোটার ৬ থেকে ৭ মে প্রিটোরিয়া এবং কেপটাউনের ব্যালট বাক্সে তাদের ভোট দিয়েছেন।

সুপ্রিম ইলেকশন বোর্ড (ওয়াইএসকে) অনুসারে, রোববার পর্যন্ত বিদেশে বসবাসকারী ১৬ লাখেরও বেশি তুর্কি নাগরিক নতুন প্রেসিডেন্ট এবং সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করতে তাদের ভোট দিয়েছেন।

তুরস্কে ভোট হবে ১৪ মে রোববার। নির্বাচনে ২৪টি রাজনৈতিক দল এবং ১৫১ জন স্বতন্ত্র প্রার্থী ৬০০ সদস্যের তুরস্কের পার্লামেন্ট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটাররা চারজন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেবেন। এবার এই পদে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, প্রধান বিরোধী নেতা কামাল কিলিচদারোগ্লু, মুহাররেম ইনসে ও সিনান ওগান।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৮ মে ২০২৩

Back to top button