জাতীয়

ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার পুত্রবধূ

ঢাকা, ০৮ মে – শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এক মাসেরও বেশি সময় থাকার পর ঢাকা ছেড়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

রোববার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল জানান, রোববার সকাল ৯টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হন শর্মিলা।দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

জানা গেছে, নিজের অসুস্থ মা ও শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে গত ২১ মার্চ ঢাকায় আসেন কোকোপত্নী।

গত কয়েকটি ঈদে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় আসেন শর্মিলা। তিনি দুই মেয়েকে নিয়ে বর্তমানে লন্ডনে থাকেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৮ মে ২০২৩

Back to top button