দক্ষিণ এশিয়া

‘পাকিস্তানের সাথে সু-সম্পর্ক নির্ভর করছে ভারতের ওপর’

নয়াদিল্লি, ০৭ মে – পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সমাধানের বদলে ভারত সন্ত্রাসকে ‘ইসলাম বিদ্বেষ’ ছড়ানো এবং ‘হিন্দু শ্রেষ্ঠত্ববাদকে’ উস্কে দেওয়ার কাজে ব্যবহার করছে। তিনি আন্ত-সীমান্ত সন্ত্রাস সমাধানে ভারতের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সন্ত্রাস সমাধানের চেয়ে ভারত সরকার সন্ত্রাসকে তাদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগাচ্ছে।

ভারতের গোয়ায় এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের এক ফাঁকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বিলওয়াল ভুট্টো।

তিনি বলেন, সন্ত্রাসকে কাজে লাগিয়ে ‘ইসলাম বিদ্বেষ’ ছড়ানো এবং ‘হিন্দু শ্রেষ্ঠত্ববাদকে’ উস্কে দিয়ে পাকিস্তানকে কোণঠাসা করার কৌশল ‘পুরনো’ এবং ‘অকেজো’ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা যদি সত্যিই সন্ত্রাস বন্ধ করতে চাই তাহলে ‘অনর্থক বাগাড়ম্বর’ বাদ দিয়ে সত্যিকারের উদ্বেগ নিয়ে কথা বলতে হবে। ভারতের উদ্বেগকে আমরা গুরুত্ব দেই। এ ব্যাপারে পাকিস্তানের নিজেদেরও অনেক উদ্বেগ রয়েছে।’

বিলওয়াল ভুট্টো বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসের মস্ত বড় শিকার। এসসিও জোটভুক্ত দেশগুলোর মধ্যে সন্ত্রাসী ঘটনায় পাকিস্তানে সবচেয়ে বেশি লোক মারা গেছে। ব্যক্তিগতভাবে আমি নিজেই সন্ত্রাসের শিকার।

বিলওয়াল ভুট্টোর মা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সন্ত্রাসীর গুলিতে নিহত হন।

প্রায় ১২ বছর পর এই প্রথম পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ভারত গেলেন। তবে এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বা ভারত সরকারের অন্য কোনো মন্ত্রী বা কর্মকর্তার সাথে ভুট্টোর দ্বিপাক্ষিক কোনও বৈঠক হয়নি।

সূত্র: সমকাল
এম ইউ/০৭ মে ২০২৩

Back to top button