নাটোর

আ. লীগ নেতার ঘুষের টাকা ফিরিয়ে দিলেন ইউএনও

নাটোর, ০৬ মে – প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে ভূমিহীন নারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। পরে তার কাছে থেকে ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে তা পাঁচ ভুক্তভোগীকে ফেরত দিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়। আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টাকা ফেরত দেওয়ার বিষয়টি জানান ইউএনও।

টাকা ফেরত পাওয়া পাঁচ নারী হলেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী আসমা বেগম, ছাইফুল হোসেনের স্ত্রী ইঞ্জিরা বেগম, মৃত হাসমত আলীর স্ত্রী রাবিয়া বেগম, মৃত আবেদ আলীর স্ত্রী রিজিয়া বেগম, মৃত তারামিয়ার স্ত্রী হাবিয়া বেগম।

তারা বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে প্রতারণার শিকার হয়েছিলেন তারা। ইউএনওর কাছে অভিযোগ দেওয়ার পর তিনি টাকা উদ্ধার করে দিয়েছেন। টাকা ফের পেয়ে ইউএনওর কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

ইউএনওর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে গুরুদাসপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের নজরুল ইসলামের বিরুদ্ধে ভুক্তভোগী সাত নারী ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিষয়টি তদন্ত করে প্রতিকারে ইউএনওকে নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযুক্ত নজরুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে সাত নারীকে দিয়ে একটা মহল তার বিরুদ্ধে আশ্রয়ণের ঘরে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন। নিজের ও দলীয় ভাবমূর্তি রক্ষায় ইউএনওর মধ্যস্থতায় ব্যক্তিগত তহবিল থেকে ৫ নারীকে অভিযোগের টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ইউএনও শ্রাবণী রায় বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অর্থ আত্মসাতের অভিযোগটি প্রথমে তদন্ত করা হয়। পরে প্রতারণার শিকার নারীদের আর্থিক বিষয়টি বিবেচনা করে টাকা ফেরত দিতে তিনি সহায়তা করেছেন মাত্র। মূলত সরকারি দায়িত্ব অনুযায়ী শুক্রবার সকালে অবসরকালে ওই নারীদের অফিসে ডেকে উদ্ধারকৃত ২ লাখ ৪০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৬ মে ২০২৩

Back to top button