জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু
ঢাকা, ১১ ডিসেম্বর- সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ বলেছেন, পদ্মা সেতু জিডিপি তথা অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। পদ্মা সেতু, পদ্মা লিংক রেল ও পায়রা বন্দর- এই তিনটি দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটাবে। এছাড়া ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যে যোগাযোগ স্থাপনের পরিকল্পনা হচ্ছে এই সেতু এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পদ্মা সেতুর পূর্ণ অবয়ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর তুলনায় এই সেতু বেশি ইতিবাচক ধারা তৈরি করবে। বিশেষ করে দেশের প্রধান অর্থনীতির সঙ্গে পায়রা ও মোংলা বন্দরের সুফল যুক্ত হবে। সেখানে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। তিনি আরও বলেন, অর্থনীতির উন্নত হলে এর ইতিবাচক প্রভাব সামাজে পড়বে। ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রার পরিবর্তন হবে। বর্তমান দক্ষিণাঞ্চলের অনেকে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বাস করছেন।
আরও পড়ুন- শুধুই সেতু নয়, একটি আবেগের নাম
যদিও এলাকায় তাদের জমি, ঘর-বাড়ি আছে। পদ্মা সেতু চালু হলে অনেক পরিবার ঢাকা থেকে চলে যাবে। কারণ সেখান থেকে প্রতিদিন এসেই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। খুব স্বল্প সময়ে ঢাকা পৌঁছতে পারবেন। এ সেতু নির্মাণে অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে ১২০ কোটি মার্কিন ডলার পেমেন্ট পরিশোধ করা হয়েছে। বৈদেশিক মুদ্রায় পেমেন্ট দেয়ার মতো অবস্থাও বাংলাদেশের তৈরি হয়েছে।
সূত্র: যুগান্তর
আডি/ ১১ ডিসেম্বর