বাগেরহাট

রূপপুরের মালামাল নিয়ে মোংলায় ‘আনকা সান’

বাগেরহাট, ০৬ মে – রাশিয়া থেকে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে এমভি ‘আনকা সান’ নামের একটি জাহাজ বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করেছে।

শনিবার দুপুর ১২টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে।

বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স’র খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, গত ২ এপ্রিল রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ১ হাজার ৬২২ দশমিক ৯০৪ মেট্টিক টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি আনকা সান। এক মাস পর আজ শনিবার দুপুর ১২টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি। দুপুর থেকেই জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাস শেষে এ পণ্য সড়ক পথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে।

এর আগে, গত ২৫ এপ্রিল রূপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিলো এমভি ইয়ামাল অরলান। তার আগে এসেছিলো এমভি ড্রাগনবল ও এমভি কামিল্লা। এর আগেও আরেকবার এসেছিল আনকা সান।

উল্লেখ্য, মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে রাশিয়া থেকে সরাসরি আসতে না পারায় ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ধরনের মালামালের কয়েকটি চালান।

এদিকে সাম্প্রতিককালে ৭টি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারতের হলদিয়া বন্দরে খালাস করছে, পরে তা বাংলাদেশ-ভারত ট্রানজিট চুক্তির আওতায় সেখান থেকে পণ্য আসছে মোংলা বন্দরে। আবার কোনো কোনো পণ্য হলদিয়া বন্দর থেকে সড়কপথেও আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা শিপিং এজেন্ট।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ মে ২০২৩

Back to top button