বিলাওয়াল ভুট্টোকে ‘সন্ত্রাসের কারখানার’ মুখপাত্র বললেন ভারতের পরাষ্ট্রমন্ত্রী
নয়াদিল্লি, ০৬ মে – পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে সন্ত্রাসের কারখানার মুখপাত্র বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এমন তোপ দাগান এস জয়শঙ্কর।
এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে শুক্রবার গোয়ার সম্মেলনস্থলে পৌঁছালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় দুজনকে কুশল বিনিময়ের পাশাপাশি ফটোসেশনেও যোগ দিতে দেখা যায়।
তবে, বিলাওয়ালের এ সফরে ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
জয়শঙ্কর বলেন, এসসিও সদস্য রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভুট্টো জারদারিকে আমন্ত্রণ জানিয়েছি। তবে, সন্ত্রাসবাদের সমর্থনকারী, মদদদাতা এবং সন্ত্রাসের কারখানার মুখপাত্র হিসেবেই তাকে মূল্যায়ন করা হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও এ সম্মেলনে যোগ দিয়েছেন চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা।
সম্মেলনে সদস্যদেশগুলোর আঞ্চলিক নিরাপত্তা এবং দেশগুলোর মধ্যে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি বলেন, বিশ্ব আজ বহুমাত্রিক সম্যায় জর্জরিত। সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় এর প্রভাব জ্বালানি, খাদ্য এবং সারের ওপর পড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো।
এর আগে, বৃহস্পতিবার দুদিনের সফরে ভারতের গোয়ায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ২০১৪ সালে ভারতের বিজেপি সরকার গঠনের পর এই প্রথম পাকিস্তানের কোনো সর্বোচ্চ পর্যায়ের নেতার ভারত সফর। সূত্র: এনডিটিভি
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ মে ২০২৩