ইউরোপ

রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে নেই পূত্রবধূ মেগান

লন্ডন, ০৬ মে – ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। শনিবার ওয়েস্টমিনিস্টিার অ্যাবেতে রাজা হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন তিনি। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় এই আনুষ্ঠানিকতা শুরু হয়। সেইসঙ্গে কুইন কনসর্ট হিসেবে অভিষেক হচ্ছে তার স্ত্রী ক্যামিলারও। এ জন্য রাজকীয় আয়োজন বসেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। রাজপরিবারের সদস্য ছাড়াও দেশ-বিদেশের অনেক অতিথি এ আয়োজনে অংশ নিচ্ছেন। তবে এর মধ্যেও আলোচনার একটি বিষয় হলো প্রিন্স হ্যারির সহধর্মিনী মেগান মার্কেলের অনুপস্থিতি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে জানিয়েছে, মেগান মার্কেল অনুপস্থিত থাকলেও তার স্বামী প্রিন্স হ্যারি রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তাদের দুই সন্তান প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেট মায়ের সাথে ক্যালিফোর্নিয়ায় অবস্থান করবেন। তাদের চার বছর বয়সী বড় সন্তান প্রিন্স আর্চি সিংহাসনের ষষ্ঠ দাবিদার।

বাকিংহাম প্যালেস মেগান এবং তার সন্তানদের অনুপস্থিতির কারণ স্পষ্ট করে না জানালেও প্রিন্স হ্যারির সাথে সিংহাসনের পরবর্তী দাবিদার তার ভাই প্রিন্স উইলিয়ামের মধ্যে চলমান দ্বন্দ্বকেই মূলত মেগান মার্কেলের অনুপস্থিতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

হ্যারি-মেগান দম্পতি ২০২০ সালে রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে থিতু হয়েছেন। যুক্তরাজ্য ছাড়ার পর থেকে তাদের সঙ্গে রাজপরিবারের অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। বিভিন্ন সময় সাক্ষাৎকারে, স্মৃতিকথা লিখে এ দম্পতি প্রাসাদের অনেক অজানা খবর ফাঁস করে দিয়েছেন। জন্ম দিয়েছেন বিতর্ক ও সমালোচনার।

সম্পর্কে এমন শীতলতার মধ্যে রাজা চার্লসের রাজ্যাভিষেকে হ্যারি একাই গিয়েছেন। সন্তানদের সঙ্গে নিয়ে ভিনদেশে রয়েছেন মেগান। তবে তিনি কেন দূরে আছেন, তা নিয়ে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ মে ২০২৩

Back to top button